-:রোগ সম্পর্কে বিশ্লেষণ:-
একজিমা বা ডার্মাটাইটিস বলতে বোঝায়, চামড়া বা ত্বকের উপরিভাগের প্রদাহজনিত, এপিডার্মিস আক্রান্ত হয়ে লালভাব, চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি হয়ে, তা শুকিয়ে শক্ত আবরণে ঢাকা পড়ে এবং শেষে তা আঁশের মতো দেখতে হয়ে যায় এবং জায়গাটা মোটা ও শক্ত হয়ে যায়।
-: বিশেষ বিশেষ কারণ :-
মানবদেহের প্রায় সর্বত্র মাথা, মুখ, নাক, বুক, হাত, পা, আঙ্গুল, কনুই, হাটু ইত্যাদি যেকোনো স্থানেই হতে পারে। চিকিৎসার সুবিধার জন্য একজিমা বা ডার্মাটাইটিস বা চর্মের প্রদাহ কে দুই ভাগে ভাগ করে নেয়া হয়।
1) এন্ড্রোজেনাস
2) এক্সোজেনাস
যে সমস্ত একজিমা মানুষের দেহের আভ্যন্তরিণ কোন কারণে হয়ে থাকে, তাদের বলে এন্ডোজেনাস ডার্মাটাইটিস। আর যে সমস্ত একজিমার মূলে বাইরের কোনো কারণ জড়িত থাকে তাদের বলে এক্সোজেনাস ডার্মাটাইটিস।
-: বিশেষ বিশেষ লক্ষণ :-
অসহ্য চুলকায়, সুড়সুড় করে, কখনো কুটকুট করে, চুলকাতে চুলকাতে চামড়া কেটে গিয়ে রক্তপাত হয়। বাজার চলতি ঔষধে এগুলো সম্পূর্ণ সারেনা, ভবিষ্যতে আবার ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ে। চুলকিয়ে কালো কালো দাগ হয়ে যায়। চামড়া দেখতে কুৎসিত হয়ে যায়।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam links in message